প্রিন্ট এর তারিখঃ Jan 27, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jan 27, 2026 ইং
এই নির্বাচনের মধ্যদিয়ে গণতন্ত্রের উত্তরণ ঘটবে ...আহমেদ আযম খান

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান এডভোকেট আহমেদ আযম খান বলেছেন, আমাদের বহু আকাঙ্খিত এই সংসদ নির্বাচন। এই নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্রের উত্তরণ ঘটবে, এই নির্বাচনের মধ্য দিয়ে জনগণ তাদের মালিকানা ফেরত পাবে। তিনি সোমবার দুপুরে তার নির্বাচনী এলাকা বাসাইলে এক পথসভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।
তিনি আরও বলেন, এই নির্বাচনের জন্য আমরা রাজপথে রক্ত দিয়েছি। ৬০ লাখ মামলা আমরা মোকাবেলা করেছি। জেল জুলুম অত্যাচার নির্যাতন সহ্য করেও আমরা মাথানত করিনি।
© সকল কিছুর স্বত্বাধিকারঃdailyprogotiralo.com